কম্পিউটার ব্যবহার করেন কিন্তু password ভুলে সমস্যার সম্মুখীন হয়নি, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।
তাই 'Saoronnoj' এর এবারের আয়োজন "Remove করূন কম্পিউটার password"
এখানে আমরা ৩ টা পদ্ধতি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ
১ , প্রথম পদ্ধতিটি শুধু মাত্র তাদের জন্য যারা কম্পিউটার হার্ডওয়্যার সম্পরকে মোটামুটি ধারনা রাখেন
মাদারবোর্ডে ভাল করে খেয়াল করলে একটি ব্যাটারি দেখতে পাবেন। এটা দেখতে হাতঘড়ির ব্যাটারির মতো। খুব সাবধানে ব্যাটারিটি খুলে ফেলুন (অবশ্যই কম্পিউটার বন্ধ থাকা অবস্থায়)। ৩০ মিনিট পর ব্যাটারিটি লাগিয়ে কম্পিউটার চালু করুন। দেখবেন password আর নাই। তবে কিছু কিছু মাদারবোর্ডে ক্যাপাসিটর দেওয়া হই, এই টাইপের মাদারবোর্ড এ ৩০ মিনিট কাজ করেনা তাই এই টাইপের মাদারবোর্ড গুলোতে ব্যাটারি খুলে একদিন রেখে দিন। একদিন পর ব্যাটারিটি লাগিয়ে কম্পিউটার চালু করুন ,দেখবেন password মুছে গেছে।
বি দ্রঃ বর্তমানে latest কিছু মাদারবোর্ডে এ পদ্ধতি কাজ করেনা বিশেষ করে laptop এ ব্যাটারি খুলার মাধ্যমে password মুছা যায়না।
চলবে..................
Blog RSS Feed
Via E-mail
Twitter
Facebook

0 comments:
Post a Comment