Tuesday, August 16, 2011

বুঝবেন কিভাবে কোন ফাইল ফরম্যাটের জন্য কোন সফটওয়্যারটি দরকার? সাথে সেই সফটওয়ারের ডাউনলোড লিঙ্ক

কোন ফাইলের নামের শেষে এক্সটেন্সান দেখেই আমরা চিনতে পারি, সেটা কোন ধরনের ফাইল। যেমনঃ .DOC,PNG,MP3 ইত্যাদি ।
এই এক্সটেন্সানগুলো দ্বারা আমরা বুঝতে পারি, কোন প্রোগ্রাম দিয়ে ফাইল গুলা রান করা যাবে। যেমনঃ mp3 ফাইল রান করার জন্য আমরা সাধারণত Windows media player, VLC, media player classic ইত্যাদি সফটওয়্যার ইউস করে থাকি । কিন্তু অনেক সময় windows কিছু অপরিচিত ফাইল ওপেন করতে পারেনা, যেগুলো আমাদের অনেক সময় ভাবনায় ফেলে দেয় । আজকে এমন একটা উপায় বলবো যেটা আপনার এই কাজটি সহজ করে দিবে।

১. প্রথমে নিচের লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।
ডাউনলোড লিঙ্ক
২. তারপর, আপনি যে ফাইলটি খুলতে পারছেন না, সেটার উপর Right ক্লিক করে 'OpenWith.org - How do I Open This?' সিলেক্ট করুন।
৩. আপনার ফাইলটি রান করার জন্য কি সফটওয়্যার প্রয়োজন, ডাউনলোড লিঙ্কসহ দেখতে পাবেন।



0 comments:

Post a Comment

Your IP