Thursday, April 21, 2011

Pen drive যদি format করা না যায় তখন কি করবেন?

অনেক সময় আমরা পেন ড্রাইভ, মেমোরি কার্ড অথবা অন্য যেকোনো USB ড্রাইভ ফরম্যাট করতে চাইলে আমরা মাঝে মধ্যে যে সমস্যার সম্মুখীন হই , তা হল আমরা যখন নিচের পদ্ধতিতে ফরম্যাট করি তখন ফরম্যাট করা যায়না।
1. Right click on usb drive>format>start

কিন্তু মাঝে মধ্যে এভাবে ফরম্যাট করা সম্ভব হয়না, অথবা নিচের মেসেজটা  দেখায়,

"The selected drive cannot be formatted"
তখন নিচের যেকোনো পদ্ধতি  অনুসরণ করুন.........

পদ্ধতি ১ -
My computer আইকন এর উপর right click করুন > Manage এ click করুন > disk management এ click করুন > এখন যে drive ফরম্যাট করবেন তার উপর right click করে format এ ক্লিক করুন।


 পদ্ধতি২- 


start menu তে ক্লিক করুন >run এ ক্লিক করুন > cmd লিখে এন্টার চাপুন। তারপর নিচের মত লিখে এন্টার চাপুন।

যেমনঃ format H: /FS:FAT32 /x
এখানে, H এর স্থানে আপনার ড্রাইভ এর নাম লিখুন ।
বি দ্রঃ আপনার ড্রাইভ এর নাম my computer এ গিয়ে দেখে নিন। নিচের ছবির সাহায্য নিন





পদ্ধতি ৩-
start menu তে ক্লিক করুন >run এ ক্লিক করুন  > cmd     লিখে Enter বাটন চাপ দিন।
যেভাবে আছে ঠিক সেখান থেকে নিচের মত লিখুনঃ
format+স্পেস+আপনার ড্রাইভ এর নাম+:

যেমনঃ  format H:
লক্ষনিয়ঃ অবশ্যই সবার শেষে  : চিহ্নটি দিতে ভুলবেন না।

আজ এই পর্যন্ত, খুব সহজ ভাবে ব্যাখ্যা করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি, এর পরও  যদি কারো সমস্যা হয়ে থাকে, তাহলে মন্তব্য করবেন।
                                                                                                                Saju Ahmad
                                                                                                                 
 

0 comments:

Post a Comment

Your IP