Sunday, August 14, 2011

Msconfig utility ব্যাবহার করে বাড়িয়ে নিন আপনার কম্পিউটারের স্পীড ......


 আমরা যখন কম্পিউটার চালু করি,শুরুতেই কিছু প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে ওপেন হয়ে যায়, এগুলো দুই ধরনের হতে পারে,
১. কিছু  প্রোগ্রাম  যা আপনার সিস্টেম ঠিকমত চলার সাথে সম্পর্কিত 
২.আর কিছু প্রোগ্রাম যা আপনার সিস্টেম আর সাথে সরাসরি সম্পর্কিত না।
 সুতরাং, একইসাথে যতও কম প্রোগ্রাম রান করবে, আপনার কম্পিউটার তত ভালো স্পীড এ রান করবে।
তাই, আমরা Start up প্রোগ্রাম এর সংখ্যা কমিয়ে, আমাদের কম্পিউটারকে আরও দ্রুত করতে পারি। এটা করার মাধ্যমে আপনার কম্পিউটার চালু হবে আরও দ্রুত...............
Msconfig utility ব্যাবহার করার জন্য নিচের পদ্ধতি গুলো অনুসরণ করুনঃ
  • প্রথমে "Start" বাটন এ ক্লিক করে "Run" কমান্ড চালু করুন। এবং  msconfig টাইপ করে Enter বাটন চাপুন।











        "System configuration utility" নামক একটা উইন্ডো খুলবে, যেখানে নিচের মত কয়েকটা ট্যাব থাকবে।
          General,  System.ini,  Win.ini,  Boot.ini, Services, Startup






 তারপর, Startup ট্যাব এ ক্লিক করুন।এখানে সব প্রোগ্রামের লিস্ট দেখতে পাবেন,  অপ্রয়োজনীয় প্রোগ্রাম গুলো থেকে ঠিক চিহ্ন তুলে দিন। 


  •  তারপর, Startup ট্যাব এ ক্লিক করুন।এখানে সব প্রোগ্রামের লিস্ট দেখতে পাবেন, সেখান থেকে অপ্রয়োজনীয়  প্রোগ্রাম গুলো থেকে ঠিক চিহ্ন তুলে দিন। এবং  Apply বাটন এ ক্লিক করুন। 
  • এখন, "Service" ট্যাব এ ক্লিক করুন, সেখানে চলমান windows services গুলো দেখতে পাবেন।



নিচের দিকে " Hide All Microsoft Services" এ অপশন টা মার্ক করে, যে service গুলো অবশিষ্ট থাকবে সেখান থেকে অপ্রয়োজনীয় service গুলো uncheck করে দিন।  এখন Apply বাটন এ ক্লিক করে বেরিয়ে আসুন .........


       
                

0 comments:

Post a Comment

Your IP