Monday, August 15, 2011

মন খারাপ, মন ভালো করতে চান? কাজ অথবা পড়ালেখার কারণে একঘেয়েমি চলে আসছে? তাহলে আসেন কিছুক্ষণের জন্য প্রকৃতিতে হারিয়ে যায়।




মানুস হিসাবে আমাদের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক । আবার অনেক কাজের চাপ, কিংবা পড়ালেখার চাপ আমাদের মধ্যে একঘেয়েমি সৃষ্টি করে। তাই, আমাদের রিফ্রেশ হওয়া খুব দরকার হয়ে পড়ে।নিজেকে রিফ্রেশ করার জন্য ইচ্ছে করে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে।  কিন্তু ,চাইলেও কিছু কারণে নিজেকে প্রকৃতির মাঝে সপে দিতে পারিনা। তাছাড়া, প্রকৃতিকে ভালবাসেনা এমন মানুষ পাওয়া দুস্কর।

আসেন, ঘরে বসেই হারিয়ে যায় প্রকৃতির মাঝে। আজ এমন একটা সাইট এর সাথে পরিচয় করিয়ে দিব, যেখানে আপনি পাবেন অনেক ধরনের প্রাকৃতিক শব্দ। আপনি চাইলে এগুলো শুনে শুনে পড়ালেখা , কাজ করতে পারেন, এমন কি রাতে ঘুমানোর সময়ও শুনতে পারেন । যারা, মেডিটাশন করেন তাদের খুব কাজ দিবে বলে আমার ধারনা। এই সাইট এর বড় সুবিধা হল, আপনি চাইলে সাউন্ডগুলো ডাউনলোডও করতে পারেন, এবং, কয়েক ধরনের সাউন্ড একসাথে উপভোগ করতে পারেন।
যাচাই করতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন

Click here


0 comments:

Post a Comment

Your IP