Monday, May 30, 2011

Windows XP ইন্সটল করুন মাত্র ১০-১৫ মিনিটে...


আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? 

আমি আজ আপনাদের সাথে কিভাবে আমরা মাত্র ১০-১৫ মিনিটের মধ্যে এক্সপি ইন্সটল করতে পারব তা শেয়ার করতে যাচ্ছি ।এই টিপসটি তাদের জন্য খুব কাজে আসবে যারা বারবার এক্সপি ইন্সটল করেন। আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছ থেকে যারা এই ব্যাপারটা আগে থেকেই জানেন। তো শুরু করা যাক ????
 ১. প্রথমে, উইন্ডোজ এক্সপি সিডি দিয়ে বুট করুন।
২. প্রয়োজনীয় file গুলো লোড হওয়ার পর, partition সিলেক্ট করার জন্য অপশন আসবে। "C" সিলেক্ট করুন।
৩. এখন Format করুন NTFS অথবা FAT32 দ্বারা।
৪. Format সম্পূর্ণ হলে Enter চেপে রিস্টার্ট করুন।
রিস্টার্ট হওয়ার পর একটা স্ক্রীন আসবে যেখানে সম্পূর্ণ হতে ৪০ মিনিট উল্লেখ থাকবে।
৫. এবার SHIFT + F10 চাপুন।  তাহলে command prompt খুলবে। 
৬. Taskmgr লিখে এন্টার দিন। Task manager ওপেন হবে।
৭. Process Tab ওপেন করে Setup.exe খুঁজে বের করুন।
৮.  Setup.exe এর উপর right click করে প্রথমে Set Priority তারপর High অথবা Above Normal সিলেক্ট করুন। 
ব্যাস, কাজ শেষ। কোন প্রশ্ন থাকলে মন্তব্য করতে পারেন..................


বিস্তারিত »

Wednesday, May 25, 2011

নিজের dekstop দিয়েই প্রকাশ করুন মনের ভাব.....................

নিচের ছবিটি লক্ষ্য করুনঃ
সাধারনত, আমাদের কম্পিউটার এর আইকন গুলো এই অবস্থায় মূর্তির মতো থাকে।
এবার একটু নিচের ছবিগুলো লক্ষ্য করুনঃ






<এই ছবিগুলো কেমন জীবন্ত তাইনা?
সাধারনত ডেক্সটপ এর আইকন গুলো লম্বালম্বিভাবে সাজানো থাকে। এর এগুলো সবসময় মূর্তির মতো দাড়ায় থাকে। কেমন হয়, এই আইকন গুলোকে যদি সাজানো যায় নিজের মনের মতো করে এবং যদি এগুলো মূর্তির মতো দাড়ায় না থেকে অটোমেটিক নড়াচড়া করে । যেমন, এগুলো দিয়ে যদি বানাতে পারি, হার্ট, ক্লক, স্টার ইত্যাদি ইত্যাদি।

সুতরাং, আমি ছোট একটা সফটওয়্যারকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, যেটা আপনার ডেস্কটপকে জীবন্ত করার কাজটি করে দিবে। মাত্র ৭২৩কে বি এই সফটওয়্যার টি ডাউনলোড করতে পারেন নিচের লিঙ্ক থেকে। আর দেখুন এই ছোট সফটওয়্যার এর যাদু। সুতরাং, ডেক্সটপ দিয়েই প্রকাশ করুন মনের ভাব।

http://www.mediafire.com/?07hwqg4glug0imn

কোন প্রশ্ন থাকলে, মন্তব্য করতে পারেন। ইনশাল্লাহ উত্তর দেয়ার চেষ্টা করবো। ভালো থাকুন.....................
বিস্তারিত »

Your IP