Wednesday, May 25, 2011

নিজের dekstop দিয়েই প্রকাশ করুন মনের ভাব.....................

নিচের ছবিটি লক্ষ্য করুনঃ
সাধারনত, আমাদের কম্পিউটার এর আইকন গুলো এই অবস্থায় মূর্তির মতো থাকে।
এবার একটু নিচের ছবিগুলো লক্ষ্য করুনঃ






<এই ছবিগুলো কেমন জীবন্ত তাইনা?
সাধারনত ডেক্সটপ এর আইকন গুলো লম্বালম্বিভাবে সাজানো থাকে। এর এগুলো সবসময় মূর্তির মতো দাড়ায় থাকে। কেমন হয়, এই আইকন গুলোকে যদি সাজানো যায় নিজের মনের মতো করে এবং যদি এগুলো মূর্তির মতো দাড়ায় না থেকে অটোমেটিক নড়াচড়া করে । যেমন, এগুলো দিয়ে যদি বানাতে পারি, হার্ট, ক্লক, স্টার ইত্যাদি ইত্যাদি।

সুতরাং, আমি ছোট একটা সফটওয়্যারকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, যেটা আপনার ডেস্কটপকে জীবন্ত করার কাজটি করে দিবে। মাত্র ৭২৩কে বি এই সফটওয়্যার টি ডাউনলোড করতে পারেন নিচের লিঙ্ক থেকে। আর দেখুন এই ছোট সফটওয়্যার এর যাদু। সুতরাং, ডেক্সটপ দিয়েই প্রকাশ করুন মনের ভাব।

http://www.mediafire.com/?07hwqg4glug0imn

কোন প্রশ্ন থাকলে, মন্তব্য করতে পারেন। ইনশাল্লাহ উত্তর দেয়ার চেষ্টা করবো। ভালো থাকুন.....................

0 comments:

Post a Comment

Your IP