Tuesday, August 16, 2011

পেনড্রাইব থেকে ইন্সটল করুন Windows XP

অনেক দিন থেকে এই ব্যাপারটা শেয়ার করার ইচ্ছে ছিল, কিন্তু ব্যাস্ততার কারণে এর করা হয়নি। যাদের CD ROM নষ্ট কিংবা যারা নোটবুক ব্যাবহার করেন তারা এক্সপি ইন্সটল করতে সমস্যায় পড়েন । তাই, তাদের জন্য পেনড্রাইভ শেষ ভরসা। তাহলে, আসুন জেনেনি কিভাবে পেনড্রাইভ থেকে উইন্ডোজ ইন্সটল করবেন।

১.প্রথমে আপনার পেনড্রাইভটি ফরম্যাট করে নিন।
২. তারপর, নিচের লিঙ্ক থেকে সফটওয়্যারটি নামিয়ে নিন।
download link
৩. এখন, zip ফোল্ডারটি ওপেন করে WinToFlash.exe নামক ফাইলটি ডাবল ক্লিক করে সফটওয়্যারটি রান করে Advanced mode ট্যাবটি সিলেক্ট করুন। 

৪. এখন,Task অপশন থেকে Transfer Windows XP/2003 setup to USB drive, সিলেক্ট করে Run এ ক্লিক করুন ।
৫. এখন, Windows source path আর ঘরে, যেখানে উইন্ডোজ এক্সপি আছে সেই ড্রাইভটি (যেখানে i386 ফোল্ডারটি আছে) এবং
USB drive আর ঘরে, আপনার পেনড্রাইভটি দেখিয়ে দিন।

৬. Run এ ক্লিক করুন ।
৭..I Accepted the terms of the license agreement, সিলেক্ট করে Continue ক্লিক করুন।
৮. একটা warning উইন্ডো খুলবে, ok করে, ট্রান্সফার শেষে finished আসলে ok করুন।
ব্যাস , আপনার কাজ শেষ, এখন এটা দিয়ে ইন্সটল করুন উইন্ডোজ এক্সপি। 

3 comments:

shibly198 said...

hi how are you ?thanks to you that what you know you shear now & will shear.ok boss i understand but i have some problem that,this pen drive will not be use any other things will backup any other?
will be replay

best regard
shibly noman

Anonymous said...

this is a great post...thank u a lot...but i want to know that what will be the pendrive size???

Saju Ahmad said...

thank both of you for reply.. You have to back up all your data....that means you should not keep any data in your pen drive without the windows files. so, you should format your pen drive first....@ Noman

The size of pen drive must be not less than 4gb..

Post a Comment

Your IP